ad

Showing posts with label Rabindra Sangeet. Show all posts
Showing posts with label Rabindra Sangeet. Show all posts

Thursday, October 3, 2013


পুরানো সেই দিনের......
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

  সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

 আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

 মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

 মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--

 বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়

 হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--

 আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়


 রাগ: মিশ্র ভূপালী-বিলাতি ভাঙা
 তাল: একতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1291
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--


¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের পারে--

 আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে

 বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী--

 এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে

 তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

 বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে

 কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি

 আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে

 রাগ: ইমন
 তাল: ত্রিতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1320
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
 রচনাস্থান: শান্তিনিকেতন
 স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Ad

Popular Posts