ad

Thursday, October 3, 2013


পুরানো সেই দিনের......
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

  সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

 আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

 মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

 মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--

 বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়

 হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--

 আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়


 রাগ: মিশ্র ভূপালী-বিলাতি ভাঙা
 তাল: একতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1291
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

No comments:

Post a Comment

Ad

Popular Posts