ad

Thursday, August 15, 2013

General Knowledge.

“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel
আছে।
“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

ইংরেজি madam ও reviver
শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

“I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ
শব্দ হল Uncopyrightable।

ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u
আছে।

ইংরেজি ভাষায় একটা বাক্য
রয়েছে যেটাকে উচ্চারণ করতে গেলে মানুষের
জিভ এর জন্য সব চেয়ে পরিশ্রমের কাজ(toughest
tongue twister) হিসেবে ধরা হয়, তা হল - "sixth sick
sheik's sixth sheep's sick". বেশ কয়েকবার
বলে দেখুনতো.....!

শুধুমাত্র একটি মাত্র খাবার
রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন
তো সেটি কী? -মধু।

Wednesday, August 14, 2013

True experience:Getting success

Life is nothing but the collision of reality.Who is win,He/She is famous in his/her life.

Ad

Popular Posts