ad

Saturday, March 8, 2014

একটা চিঠি দিও - ___ ইমরান নীল

একটা চিঠি দিও -
___
ইমরান নীল 

একটা চিঠি লিখবে আমায় , 
ভুলো ভুলো বানান হলেও চলবে 
আমি বুঝে নিবো সব কথা ,
লাইন গুলো ছাড়া ছাড়া হলেও 
আমি মিলিয়ে নিবো 
কি লিখবে একটা চিঠি ? 

কুশল আদি সব জানতেও চাই না 
চাই না সোনার পালঙ্কে ঘুমিয়ে 
রুপার বাটি তে ভোজন গল্পের কথা জানতে , 
আগে পিছে দাসদাসীর চুলে বিলিকাটা থেকে ফোয়ারায় স্নানের কথাও লিখতে হবে না, 
শুধু একটা চিঠি দিও , 

খুব বেশী কিছু লিখতে হবে না ,
শুধু লিখে দিও 
মাঝে মাঝে বিষণ্ণতায় 
নিজের মাঝে নিজেকে লুকিয়ে কান্না করতে, এখনো কি কাঁদো তেমন করে ? 
এখনো কি ওভাবেই তোমার অশ্রু গুলো কপোল ছোঁয়ে 
চিবুকে জমে থাকে ? 
আগে যতবার তোমার চিবুকে অশ্রু ফোঁটা জমেছে আমি হাত পেতে নিয়েছি ,
আচ্ছা আজো কি কেউ তোমার অশ্রু ফোঁটা তেমন করে 
হাত পেতে নিয়ে নেয় , 
খুব জানতে ইচ্ছে হল তাই একটা চিঠি তো দিও , 
খুব বেশী কিছু লিখতে হবে না

No comments:

Post a Comment

Ad

Popular Posts