ad

Thursday, October 3, 2013

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--


¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের পারে--

 আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে

 বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী--

 এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে

 তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

 বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে

 কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি

 আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে

 রাগ: ইমন
 তাল: ত্রিতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1320
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
 রচনাস্থান: শান্তিনিকেতন
 স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Ad

Popular Posts