ad

Sunday, March 9, 2014

স্বপ্ন ভাঙ্গার আর্তনাদ - ___ ইমরান নীল


1.      স্বপ্ন ভাঙ্গার আর্তনাদ -
___
ইমরান নীল

আজ বহু বছর পর তুমি বাসন্তী রং শাড়ি পড়ে এসেছ ,
মনে আছে কোন একদিন চৈতালি দুপুরে
তুমি আমি তমালের ছায়ায় বসে ছিলাম ,
সেদিনও তুমি এই শাড়ি পড়েছিলে
কি ভুলে গেছ হয়তো তাই না ??

আবার শুনলাম এখন নাকি তুমি
সুখের সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিয়েছ
আর হবে না কেন বল
টাকার বিছানায় ঘুমাতে পরো এখন তুমি ,
স্বর্ণ মুড়ানো চাদর তোমার স্বামীর ,
শুনেছি তোমাকে নাকি বেশ রেখেছে উনি
ভালোবাসার তাজ পড়িয়ে তোমায় নাকি
রত্ন মহলে বন্ধী করে রেখেছে

বাহ বাহ বেশ বলেছ , এত সময় আমি শুধু শুনেই গেলাম
হ্যাঁ হবে হয়তো অনেক সুখেই আছি
হয়তো তুমি শোনতে পাও না
মধ্য রজনীতে মন মন্দিরের
ঘণ্টা স্বপ্ন ভাঙ্গার দমকা বাতাসে
একা একা ভেজে উঠার ধ্বনি প্রতিধ্বনি
হবে হয়তো বেশ আছি আমি
সুখ পাখির মৃত আত্মা মনের মাঝে
হঠাৎ করে যে কেঁদে উঠে হয়তো
সেই কান্নার শব্দ তোমার কান অব্দি পৌছায় না

তবে যদি কষ্টে থাকবে সেদিন কেন
আমায় ছেড়ে গিয়েছিলে
আমি তো ছেড়ে যাইনি তোমায়
মনে করে দেখ সেদিন তুমিই আমায় ধরে রাখতে পারিনি
যেমন আজো পারবে না তুমি
তুমি সেদিনও ভালবাসতে জেনেছিলে আজো তেমনই আছো ,
কিন্তু জানো না ভালোবাসার মানুষ কে কেমন করে ধরে রাখতে হয় ____

No comments:

Post a Comment

Ad

Popular Posts