ad

Sunday, March 9, 2014

আমি অনেক কষ্টে আছি ___আবুল হাসান


1.   আমি অনেক কষ্টে আছি
___
আবুল হাসান

আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে
রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে
জামার বোতাম আটকাতে
অমন করে যত্ন করে লাগিয়ে দিতে?
অমন কেন শরীর থেকে
আস্তে আমার ক্লান্তিগুলি উঠিয়ে নিতে?
তোমার বুকের নিশীথ কুসুম
আমার মুখে ছড়িয়ে দিতে?
জুতোর ফিতে প্রজাপ্রতির মতন তুমি উড়িয়ে নিতে?
বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি ঘরে না রেখে
অমন কারুকাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে রেখে দিতে?

আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে
পাখির জুলুম,মেঘের জুলুম খারাপ লাগে
কথাবাতায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ
খারাপ লাগে

এইযে মানুষ মুখে একটা মনে একটা
খারাপ লাগে
খারাপ লাগে
মোটের উপর আমি এখন কষ্টে আছি,
কষ্টে আছি বুঝলে যূথী
আমার দাঁত,আমার নাকে,আমার চোখে কষ্ট ভীষণ
বুঝলে যূথী,
হাসি খুশি উড়নচণ্ডী মানুষ
আমার তাইতো এখন খারাপ লাগে
খারাপ লাগে

আর তাছাড়া আমি কি আর যীশু না হাবিজাবি
ওদের মত সব সহিষ্ণু?
আমি অনেক
কষ্টে আছি কষ্টে আছি কষ্টে আছি

No comments:

Post a Comment

Ad

Popular Posts