ad

Saturday, March 8, 2014

জ্বলন্ত অভিবাদন ---মনামী ঘোষ


1.   জ্বলন্ত অভিবাদন
---
মনামী ঘোষ

আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম,
সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে
সকলকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার খেলায় রত
ধারাল দুটি চোখে বিদ্যুৎ
মাথা নিচু করে আভিবাদন গ্রহণের
সেই চেনা ভঙ্গীটি বড় প্রিয়
সবার আড়াল থেকে দেখলাম
বুকের মধ্যে ড্রামের শব্দ......
তুমি কি আমাকে দেখলে?
না দেখার ভান করে এড়িয়ে গেলে?
আমি আঁতিপাঁতি করে খুঁজলাম
তোমার চোখে নিঃসঙ্গতা-
তোমাকে অসুখী দেখতে চাই-
কোনও অতৃপ্তি পেলাম না তো!
হাসিটা যেন আরও চওড়া,
আমি পুড়লাম আবারও
তোমার চোখ কাকে যেন খুঁজছিল-
কি চাপা দিতে অত বেশী হাসি?
তুমি কি জানতে আমি যাব?
তাই কি আমার পছন্দের সাজে?
আমাকে পোড়াতে অমন সুখীর মুখোশ?
চোখে আমার কমলা আগুন
জ্বলে যাচ্ছি... পুড়ে যাচ্ছি...
আমার জ্বলন্ত আভিবাদন তোমাকে

No comments:

Post a Comment

Ad

Popular Posts