1.
নীল শাড়িতে তুমি
__ ইমরান নীল
চলো না আজ গগনের কাছে যেই তুমি আমি
আজ তো বৃষ্টি হবে , চেয়ে দেখ আকাশের মন খারাপ
কালো মেঘ জমেছে তার বুকে
হয়তো কাঁদবে আজ আকাশ
চলো না বৃষ্টি তে ভিজি ।
যাবে কি আমার সাথে আজ ??
কোন নির্জন পথে হেঁটে যাবো তুমি আমি
ভেজা তোমার চুলের মাতাল করা নেশায় আমি বিভোর হবো
নীল টিপে নীল শাড়িতে তুমি আমার অপ্সরি
যাবে কি আমার সাথে আজ ??
আজ হাজারো চোখের আড়ালে তুমি আমি
চোখে চোখ রেখে বলবো কথা ,
রিমঝিম বৃষ্টির ফোঁটা গুলো ভেজাবে এ হৃদয়
তুমি কাঁধে মাথা রেখে হিম শীতল বাতাসে গাইবে
কোন বৃষ্টির গান ,
যাবে কি আমার সাথে আজ ?
পদ্ম পুকুরে আজ তোমার হাতের চুড়ি গুলোও
বেজে উঠবে রিমঝিম ঝংকারে ,
না আজ পদ্ম তুলবো ভাঙ্গা সেই ডিঙ্গি নায়ে
যাবে কি তুমি ডিঙ্গি নায়ে ?
যাবে কি পদ্ম পুকুরে আজ বৃষ্টি এলে ??
সেই গাঢ় নীল শাড়ি আর নীল টিপে পড়ে ??
যাবে কি আমার সাথে আজ বৃষ্টিতে ?
__ ইমরান নীল
চলো না আজ গগনের কাছে যেই তুমি আমি
আজ তো বৃষ্টি হবে , চেয়ে দেখ আকাশের মন খারাপ
কালো মেঘ জমেছে তার বুকে
হয়তো কাঁদবে আজ আকাশ
চলো না বৃষ্টি তে ভিজি ।
যাবে কি আমার সাথে আজ ??
কোন নির্জন পথে হেঁটে যাবো তুমি আমি
ভেজা তোমার চুলের মাতাল করা নেশায় আমি বিভোর হবো
নীল টিপে নীল শাড়িতে তুমি আমার অপ্সরি
যাবে কি আমার সাথে আজ ??
আজ হাজারো চোখের আড়ালে তুমি আমি
চোখে চোখ রেখে বলবো কথা ,
রিমঝিম বৃষ্টির ফোঁটা গুলো ভেজাবে এ হৃদয়
তুমি কাঁধে মাথা রেখে হিম শীতল বাতাসে গাইবে
কোন বৃষ্টির গান ,
যাবে কি আমার সাথে আজ ?
পদ্ম পুকুরে আজ তোমার হাতের চুড়ি গুলোও
বেজে উঠবে রিমঝিম ঝংকারে ,
না আজ পদ্ম তুলবো ভাঙ্গা সেই ডিঙ্গি নায়ে
যাবে কি তুমি ডিঙ্গি নায়ে ?
যাবে কি পদ্ম পুকুরে আজ বৃষ্টি এলে ??
সেই গাঢ় নীল শাড়ি আর নীল টিপে পড়ে ??
যাবে কি আমার সাথে আজ বৃষ্টিতে ?
No comments:
Post a Comment