ad

Saturday, March 8, 2014

তোমার তো আছে সবই _____ ইমরান নীল

তোমার তো আছে সবই 
_____
ইমরান নীল 

তোমার তো সব আছে চেয়ে দেখ  
প্রতিদিন সকালে কুয়াশায় মুখ 
লুকানো একটা সোনালী সূর্য আছে তোমার
প্রভাতী স্নিগ্ধ পবন আছে তোমার , 
তোমার তো সবই আছে , 

মেঘলা আকাশ আছে , 
আছে তোমার তীব্র খর দুপুর , 
কখনো তোমায় বৃষ্টি দেয় 
কখনো তোমায় তপ্ত রোদ , 
তোমার তো সবই আছে , তোমার আকাশ কখনো কাঁদে আবার কখনো 
ঝিকিমিকি রোদের হাসি নিয়ে ভরে উঠে  
তোমার আকাশ যেন হাসি কান্নার খেলা  

তোমার তো নদী আছে চেয়ে দেখ , 
কখনো খরস্রতা বানে ভাসিয়ে দেয় , 
কখনো শুকনো কাঠ খট্টা , 
কখনো খরা আবার কখনো নদীর কল্লোল  
আছে তো তোমার সব , 

তোমার লক্ষ কোটি বছর পুরনো চির সবুজ আছে , 
আছে চির লাবণ্যের অরণ্য , ধুপছায়ার খেলা আছে তোমার , 
আছে রক্তিমা লাল আভা  
তোমার তো সবই আছে  

অজস্র জোনাকি পোকা আছে তোমার , 
আছে সন্ধ্যা তাঁরার এক আশমান , 
অনন্তকালস্থাযী জ্যোৎস্নারাত গুলো তো তোমারই , 
আমাবস্যা ,পূর্ণিমার চিরস্থায়ী পরিবর্তন সেও তো তোমার আছে  
চেয়ে দেখ তোমার তো সবই আছে , 
শুধু আমারই তো কিছু নেই|

No comments:

Post a Comment

Ad

Popular Posts