ad

Saturday, March 8, 2014

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন.................


1.   সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসেসব নদীফুরায় জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন

___
জীবনানন্দ দাশ

No comments:

Post a Comment

Ad

Popular Posts