1.
আমার কখনো একলাই লাগে না
আমার আকাশ মেঘলাই থাকে না
মন-খারাপের বিলাস আমার নাই
আমার দু:খ-চাষের খামার নাই
নদীরা ঘুমায় কুয়াশাবিছানো রাতে
ঘুমন্ত চোখে হাত রাখে জোছোনা
শিউলি বোঁটায় শিশির অশ্রু পাতে
আমি জেগে থাকি নাই তবু শোচনা
আমি তো কখনো তোমাকে ভাবব না
তোমার বিষয়ে আমার কাব্য না
তোমাকে কখনো মিস আমি করিনি তা
জেনে রেখো তুমি হে চির অপরিণীতা
আমার আকাশ মেঘলাই থাকে না
মন-খারাপের বিলাস আমার নাই
আমার দু:খ-চাষের খামার নাই
নদীরা ঘুমায় কুয়াশাবিছানো রাতে
ঘুমন্ত চোখে হাত রাখে জোছোনা
শিউলি বোঁটায় শিশির অশ্রু পাতে
আমি জেগে থাকি নাই তবু শোচনা
আমি তো কখনো তোমাকে ভাবব না
তোমার বিষয়ে আমার কাব্য না
তোমাকে কখনো মিস আমি করিনি তা
জেনে রেখো তুমি হে চির অপরিণীতা
No comments:
Post a Comment