ad

Sunday, March 9, 2014

নিয়মে যায় না বাঁধা ভালোবাসা ____ ইমরান নীল


1.     নিয়মে যায় না বাঁধা ভালোবাসা 
____
ইমরান নীল 

জানো স্নেহা আমি কখনো কষ্ট ছুঁয়ে দেখিনি 
কখনো বিবর্ণ স্বপ্ন ছবিতে 
অংকন তুলির ছুঁয়া দেইনি , 
ফ্যাকাসে হাজারো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র 
তীব্র চাহিদা কে রঙ্গিন করিনি , 
বাহ তুমি তো অনেক সুখী ,
আমি যদি তোমার মত হয়ে পারতাম 
কেন তুমি কি সুখী নও স্নেহা ?? 
তাহলে শুনবে আমার কথা , 

জানো আমি স্বপ্ন দেখি ছোঁয়ে যায় হৃদয় 
নির্মম বাস্তবতা মাঝে মাঝেই আমাকে পরাজিত করে , 
জানো আমার স্বপ্ন গুলো গুমরে কাঁদে , 
কষ্টের হাতছানি হৃদয়ের দূর পথে , 
কখনো ভাঙ্গা স্বপ্নের ছোট ছোট টুকরো গুলো 
আমি যত্ন করে তুলে রাখি  

আচ্ছা স্নেহা তুমি পরাজিতা ? 
হ্যাঁ আমি নিজের কাছে প্রতিদিন লক্ষ কোটি বার হেরে যাই  
আচ্ছা স্নেহা তুমি হাসির মূল্য জানো ? 
না জানি না , আজ আমার কাছে হাসি কষ্টের বিনিময়ে কেনা , 
আচ্ছা স্নেহা তুমি হৃদ গহিনের কথা শোন ?
যায় হৃদয়ে শূন্যতা তার হৃদয় কথা জানে না  

স্নেহা তবে হাত রাখবে হাতে ?
একবার কি চির মুক্তি দিবে অতৃপ্ত আত্মার ?
একবার কি সমস্ত নীরবতা কে টুটি কাঁপিয়ে 
বলতে পারবে আমি নিস্পৃহ নই ? 
একবার কি বাহু জড়িয়ে ভাবতে পারবে 
কোন কাব্যিক কল্পনায় নয় 
বাস্তবতার ছোঁয়ায় তুমি স্নেহার্দ্রতা ? ________

No comments:

Post a Comment

Ad

Popular Posts