ad

Sunday, March 30, 2014

ক্রাইমিয়া নিয়ে পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের

ক্রাইমিয়া নিয়ে পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের

সংবাদ সংস্থা • মস্কো

ইউক্রেন সীমান্তে রুশ সেনার জমায়েত নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সেনা সরানোর জন্য চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্রাইমিয়া-সমস্যা মেটাতে আমেরিকার আনা কূটনৈতিক প্রস্তাব নিয়েও কথা বলেন দুই রাষ্ট্রনেতা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রস্তাবে ক্রাইমিয়ার গণভোটকে অবৈধ বলা হয়েছে। স্বাভাবিক ভাবেই তার নিন্দা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচও বলেন, দেশের প্রতিটি অঞ্চলেই এখন গণভোটের মাধ্যমে ঠিক হওয়া উচিত তারা ইউক্রেনের সঙ্গে থাকতে চায় কি না। স্বাভাবিক ভাবেই এ হেন পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে রুশ সেনার ঘাঁটি গাড়ার ঘটনা ইয়ানুকোভিচের জল্পনা আরও উস্কে দিয়েছিল। তবে আজ যখন পুতিনের সঙ্গে ওবামার কথা হয়, খুব একটা বিরোধিতা করেননি রুশ প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সূত্রের খবর, ওবামা পুতিনকে বলেন একমাত্র ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরানোর উপরেও জোর দেন তিনি। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তারা অভিযান চালাবে না।



নিশানা পাক সাংবাদিক

সংবাদ সংস্থা • লাহৌর

পাক-সাংবাদিক ও লেখক রাজা রুমির গাড়ি নিশানা করে হামলা চালাল দুই বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজা মার্কেটের কাছে গার্ডেন টাউনের কাছে ঘটনাটি ঘটেছে। রাজা রুমির কোনও আঘাত না লাগলেও তাঁর গাড়ির চালক মুস্তাফা প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, মোটর সাইকেলে দু’জন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ গুলি চালায় রুমির গাড়ি লক্ষ্য করে। তাতেই তাঁর গাড়ির চালক মুস্তাফা এবং রক্ষক আনোয়ার গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই প্রাণ হারান মুস্তাফা। সম্প্রতি একটি সংবাদপত্র গোষ্ঠীর চ্যানেলে যোগ দিয়েছেন রুমি। ইসলামি মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বরাবরই সরব তিনি। তাঁকে হত্যা করতেই হামলা চালানো হয়েছে বলে ধারণা পুলিশের।



আফগান নির্বাচন কমিশনে জঙ্গি হানা

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন আফগানিস্তানে। তার আগে শনিবার কাবুলের নির্বাচন কমিশনের কার্যালয়ে হামলা চালাল তালিবান। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার আগে অবশ্য শুক্রবারও একটি অতিথিশালায় হামলা চালিয়ে চার জন বিদেশিকে পণবন্দি করে ফেলেছিল পাঁচ তালিবান জঙ্গি। ওই অতিথিশালায় থাকতেন একটি মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। শনিবার আফগান পুলিশ সূত্রে জানানো হয়, জঙ্গিদের মেরে উদ্ধার করা হয়েছে বন্দিদের। দু’টি ঘটনারই দায় স্বীকার করেছে তালিবান। নির্বাচন ভণ্ডুল করতে এমন আরও হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।



কায়রোয় হত ৫

ফের মুরসি সমর্থকদের সঙ্গে সেনার সংঘর্ষ শুরু হয়েছে কায়রোয়। শুক্রবার এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের জুলাই মাসে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এই সংঘর্ষ চলছে। শুক্রবার শতাধিক মুসলিম ব্রাদারহুড সমর্থক কায়রোর রাস্তায় নামেন। তার পরেই শুরু হয় গোলমাল।



দেহ উদ্ধার

বছর উনিশের ভারতীয় বংশোদ্ভূত একটি মেয়ের দেহ উদ্ধার করল ব্রিটিশ পুলিশ। মেয়েটির নাম নিদা নাসির। পুলিশ জানিয়েছে, নিদা ২০১৩ সালের ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। নিউপোর্টের কাছে লিন্টন স্ট্রিটে তিনি থাকতেন। নিদার দিদি শম্যলা জানান, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা করতে চেয়েছিল বোন। কিন্তু ভাল নম্বর পাওয়া সত্ত্বেও স্কলারশিপ পায়নি সে। তাই ওর মধ্যে হতাশা এসে গিয়েছিল। হয়তো তার জন্যই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নিদা।

No comments:

Post a Comment

Ad

Popular Posts