1.
ভাল নেই
---রুদ্র গোস্বামী।
কেউ জিজ্ঞেস করেনা,,
"তোমার চোখে মেঘ কেন?"
আমি কী করে বোঝাব তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
আমার ব্যথাগুলো
আরও ব্যথা নিয়ে,
মেঘ হয়ে ছেপে গেছে চোখে।
আমি ভাল নেই।
তবু যদি কেউ কিছু বোঝো
দেখে জলছাপা দুটো চোখ,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেয়ো শুধু -
তোর নদীটার ভাল হোক।
---রুদ্র গোস্বামী।
কেউ জিজ্ঞেস করেনা,,
"তোমার চোখে মেঘ কেন?"
আমি কী করে বোঝাব তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
আমার ব্যথাগুলো
আরও ব্যথা নিয়ে,
মেঘ হয়ে ছেপে গেছে চোখে।
আমি ভাল নেই।
তবু যদি কেউ কিছু বোঝো
দেখে জলছাপা দুটো চোখ,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেয়ো শুধু -
তোর নদীটার ভাল হোক।
No comments:
Post a Comment