ঘুড়ি
-------+-------+-------+-------+---
প্রত্যেকটা মানুষ তার জীবনের বানানো প্রথম ঘুড়িটাকে খুব ভালবেসে এবং খুব যত্ন করে তৈরি করে । তখন তার চোখে হাজারও স্বপ্নথাকে ঘুড়িটাকে নিয়ে ! সবাইকে দেখাবে তার স্বপ্নীল মনের এই অকৃত্রিম ভালবাসার সম্পদটাকে ।
কিন্তু যখন ঘুড়িটা মন আকাশের মাঝে বিভিন্ন রঙ্গীন স্বপ্ন নিয়েউড়তে থাকে আর যখন সেই ঘুড়িটা সুতা কেটে যায় আর অন্য এক পথিক সেটা কুড়িয়ে পেয়ে উড়াতে থাকে....
তখন ঘুড়ির মালিকটি একটা কথাই খুব কষ্ট নিয়ে ভাবে, আমার কাছ থেকে ঘুড়িটা কেন সুতা কেটে উড়ে গেল...???
আমি তো কম যত্ন করে ঘুড়িটা তৈরী করিনি..
তেমনি ভাবেই আজ আমি একটা কথাই তোমার কাছে জানতে চাই , আমার ভালবাসার কোথায় ত্রুটি ছিল ? যার কারণে তুমি আমায় ছেড়ে চলে গেলে ?.....
-------+-------+-------+-------+---
প্রত্যেকটা মানুষ তার জীবনের বানানো প্রথম ঘুড়িটাকে খুব ভালবেসে এবং খুব যত্ন করে তৈরি করে । তখন তার চোখে হাজারও স্বপ্নথাকে ঘুড়িটাকে নিয়ে ! সবাইকে দেখাবে তার স্বপ্নীল মনের এই অকৃত্রিম ভালবাসার সম্পদটাকে ।
কিন্তু যখন ঘুড়িটা মন আকাশের মাঝে বিভিন্ন রঙ্গীন স্বপ্ন নিয়েউড়তে থাকে আর যখন সেই ঘুড়িটা সুতা কেটে যায় আর অন্য এক পথিক সেটা কুড়িয়ে পেয়ে উড়াতে থাকে....
তখন ঘুড়ির মালিকটি একটা কথাই খুব কষ্ট নিয়ে ভাবে, আমার কাছ থেকে ঘুড়িটা কেন সুতা কেটে উড়ে গেল...???
আমি তো কম যত্ন করে ঘুড়িটা তৈরী করিনি..
তেমনি ভাবেই আজ আমি একটা কথাই তোমার কাছে জানতে চাই , আমার ভালবাসার কোথায় ত্রুটি ছিল ? যার কারণে তুমি আমায় ছেড়ে চলে গেলে ?.....
No comments:
Post a Comment