ad

Friday, January 23, 2015

দুনিয়াজুড়ে ২০১৪ সালের আলোচিত ৫০ সেরা খবর... ২০১৪-র সালতামামি

দুনিয়াজুড়ে ২০১৪ সালের আলোচিত ৫০ সেরা খবর... ২০১৪-র সালতামামি
বারো মাসে ভুবনজুড়ে চমকে দেওয়ার মতো অসংখ্য ঘটনা। কিন্তু তার মধ্যে সব কিছুই কি বছর শেষে স্মৃতিপটে জ্বলজ্বল করে? বিশ্বের নানা প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে সাজানো হলো ২০১৪-র সালতামামি।
** শেয়ার করে পোস্ট লিংক সেইভ রাখুন কাজে লাগবে ...... 
1) জানুয়ারি ২০.০১.২০১৪. দক্ষিণ কোরিয়ায় ২০০ কোটি ক্রেডিট কার্ড-এর তথ্য হ্যাক হলো। ওই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড-সহ যাবতীয় গোপনীয় নথি হস্তগত করল সাইবার দুষ্কৃতীরা।
2) ২২.০১.২০১৪. বামন গ্রহ ‘সেরেস’-এ জলীয় বাষ্প আবিষ্কৃত হলো। হার্শেল মহাকাশ মানমন্দির থেকে এই অভিনব তথ্য আয়ত্ত করলেন বিজ্ঞানীরা। গ্রহের উপরিভাগের তাপমাত্রা বৃদ্ধি পেলে জমে থাকা বরফের ভিতর থেকে জলীয় বাষ্প ঠিকরে বেরোতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন তারা।
3) ২৬.০১.২০১৪. লস এঞ্জেলেসে সাড়ম্বরে পালিত হলো ৫৬তম গ্র্যামি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ বছর বিভিন্ন বিভাগে পুরস্কৃতদের তালিকায় রয়েছেন নিউ জিল্যান্ডের শিল্পী লর্ডা, মার্কিন র্যা পার ম্যাকলমোর, রায়ান লিউয়িস এবং ফ্রান্সের জনপ্রিয় পপ জুটি ড্যাফ্ট পাঙ্ক। স্টেপলস সেন্টারে এই বর্ণাঢ্য সন্ধ্যায় অনুষ্ঠানের মঞ্চে বিয়ে সারলেন ৩৩ জন যুগল। টিভি-তে সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে নজির গড়া হলো।
4) ২৯.০১.২০১৪. আবিষ্কৃত হলো রোমান সভ্যতার অন্যতম প্রাচীন মন্দির। রোমের ১৫ শতাব্দীতে তৈরি স্যান্টোমোবোনো গির্জা লাগোয়া জমিতে, টাইবারিন দ্বীপের পূর্বে মাটি খুঁড়ে মন্দিরের ভিত খুঁজে পেলেন পুরাতাত্বিক দল। জানা গিয়েছে, খৃষ্টপূর্বাব্দ ৬ শতকে এই মন্দিররাজি নির্মাণ করেছিলেন এট্রাসক্যান সম্রাট। ৮৩ খৃষ্টপূর্বাব্দের গৃহযুদ্ধের সময় এই স্থাপত্য ধ্বংস করা হয় বলে জানা গিয়েছে।
5) ফেব্রুয়ারি ০৯.০২.২০১৪. অস্ট্রেলিয়ার মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সৌরজগতের প্রাচীনতম নক্ষত্রটি। এসএমএসএস জে০৩১৩০০.৩৬-৬৭০৮৩৯.৩ নামের এই তারার বয়স ১৩৬০ কোটি বছর।
6) ১১.০২.২০১৪. পাকিস্তানে গ্রেনেড হামলায় মৃত ১১ জন। পেশোয়ারের এক প্রেক্ষাগৃহে জঙ্গিদের ছোড়া বোমায় প্রাণ হারালেন নিরীহ নাগরিকরা। মারাত্মক জখম হলেন আরও ২৫ জন।
7) ২৫.০২.২০১৪. নাইজেরিয়ায় জঙ্গি হানায় প্রাণ হারালেন ৫৯ জন কলেজ পড়ুয়া। উত্তর-পূর্ব নাইজেরিয়ার দাংমাতুরু শহরের কাছে বুনি ইয়াদি কলেজের হোস্টেলে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রদের খুন করল আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম-এর সদস্যরা।
8) ২৮.০২.২০১৪. প্রশাসনিক ডামাডোলে নাজেহাল ক্রিমিয়ার নড়বড়ে সরকার। সেই সুযোগে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের বিপুল সমর্থন নিয়ে সেদেশে সেনা পাঠালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আন্তর্জাতিক রাজনীতিতে সমালোচনার নিশানায় মস্কো।
9) মার্চ ০৮.০৩.২০১৪. কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে মাঝ আকাশে নিরুদ্দেশ হলো মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবিমান। ভিয়েতনামের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় এমএইচ৩৭০ উড়ানের সঙ্গে কন্ট্রোল রুমের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্তারিত অনুসন্ধানেও খোঁজ মেলেনি ওই বিমানের। ঘটনায় চিরদিনের মতো হারিয়ে গেলেন ২২৭ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী।
10) ১৬.০৩.২০১৪. অভূতপূর্ব রায় দিলেন ক্রিমিয়ার জনগণ। দেশজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে তারা স্পষ্ট জানিয়ে দিলেন, ইউক্রেন ছেড়ে তারা রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চান। বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের মাঝে হাসি পুতিনের মুখে।
11) ১৭.০৩.২০১৪. স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল দ্য রিপাব্লিক অফ ক্রিমিয়া। রাশিয়ার প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় ইউক্রেন-এর থেকে বিচ্ছিন্ন হওয়ার রায় দিয়েছিলেন দেশের আপামর জনতা।
12) ২১.০৩.২০১৪. ক্রিমিয়াকে অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করল রাশিয়া। বিশ্বজোড়া সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে চওড়া হাসি হাসলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
13) ২২.০৩.২০১৪. উগান্ডায় মর্মান্তিক নৌকাডুবিতে মারা গেলেন প্রায় আড়াইশো যাত্রী। কঙ্গো প্রজাতন্ত্র এবং উগান্ডার মধ্যবর্তী অ্যালবার্ট হ্রদ পারাপার করতে গিয়ে আচমকা উল্টে যায় নৌকাটি। কিছু যাত্রীকে উদ্ধার করা গেলেও জীবন্ত ফিরতে পারলেন না ২৫১ জন হতভাগ্য।
14) এপ্রিল ১২.০৪.২০১৪. দুরারোগ্য হেপাটাইটিস-সি রোগের চিকিৎসায় আবিষ্কৃত হলো নতুন ওষুধ। বিজ্ঞানীদের দাবি, মারাত্মক এই অসুখের চিকিত্সায় নতুন ওষুধের সাফল্যের হার ৯০-৯৫ শতাংশ।
15) ১৮.০৪.২০১৪. এভারেস্ট জয়ের পথে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। তুষারধসের কবলে পড়ে প্রাণ হারালেন ১২ জন নেপালি পর্বতারোহী।
16) মে ১৩.০৫.২০১৪. তুরস্কের কয়লাখনিতে বড়সড় দুর্ঘটনার বলি হলেন ২৩৮ জন কর্মী। দেশের পশ্চিম প্রান্তের মানিসা জেলার সোমা কয়লাখনিতে মাটির নীচে তীব্র বিস্ফোরণ ঘটার ফলে আচমকা ধস নামায় চাপা পড়ে মারা যান হতভাগ্য শ্রমিকরা। তবে তারা ছাড়া ধসে যাওয়া খনি থেকে ৩৫০ জন শ্রমিককে উদ্ধারও করা হয়।
17) ৩১.০৫.২০১৪. ইউটিউবে নজির গড়ল দক্ষিণ কোরীয় সঙ্গীতশিল্পী সাই-এর জনপ্রিয় ভিডিও ‘গ্যাংনাম স্টাইল’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই মিউজিক ভিডিওটি ইউটিউবে মোট ২০০ কোটি বার দেখার ফলে নয়া বিশ্বরেকর্ড স্মৃষ্টি হলো।
18) জুন ০৩.০৬.২০১৪. সিরিয়ায় বিতর্কিত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদ ধরে রাখলেন বাশার আল-আসাদ। পরিসংখ্যান বলছে, মোট ভোটের ৮৯ শতাংশই গিয়েছে আসাদের পক্ষে। এই নিয়ে তৃতীয় বার দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলেন সিরিয়ার প্রেসিডেন্ট।
19) ০৮.০৬.২০১৪. করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তেহরিক-ই-তালেবান জঙ্গি হানায় মৃত ৩৬ জন। ভোররাতে আত্মঘাতী ভেস্ট, রকেট লঞ্চার, গ্রেনেড ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ে ১০ জন জঙ্গি। এলোপাথাড়ি গুলি বৃষ্টি এবং গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান ২৬ জন যাত্রী ও নিরাপত্তাকর্মী। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাহায্যে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। মারা যায় ১০ সন্ত্রাসবাদী।
20) ১১.০৬.২০১৪. উত্তর ইরাকের মসুল শহর দখল করল ইসলামিক স্টেট অফ ইরাক, সংক্ষেপে আইসিস বাহিনী। শহর হস্তগত করার পর জেলে বন্দি সুন্নি গোষ্ঠীভুক্ত জঙ্গিদের মুক্তি দেওয়া হয়। এছাড়া ব্যাঙ্ক থেকে লুঠ করা হয় মোট ৪২.৫ কোটি ডলার। সন্ত্রাসবাদীরা দখল করে বিমানবন্দর, পুলিশ থানা ও বেশ কয়েকটি সরকারি ও সামরিক ভবন।
21) ৩০.০৬.২০১৪. আগামী ২০১৭ সালে হংকং-এর প্রধান একজিকিউটিভ নির্বাচনের পদ্ধতি ঠিক করতে বেসরকারি গণভোটের ব্যবস্থা করে গনতন্ত্রমুখী সংগঠন ‘অকুপাই সেন্ট্রাল’। দেখা যায় ৮,০০,০০০ ভোটারের ৯০ শতাংশই সরাসরি নাগরিকদের মতামত প্রদানের পক্ষে ভোট দিয়েছেন। এরপরই কয়েক সপ্তাহ ধরে হংকংয়ের রাস্তায় লাগাতার সরকার বিরোধী বিক্ষোভে নামে মানুষ।
22) জুলাই ০২.০৭.২০১৪. দুর্নীতির অভিযোগে খোদ প্রাক্তন রাষ্ট্রপ্রধান। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করল দেশের শীর্ষ আদালত।
23) ১৪.০৭.২০১৪. ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে চূর্ণ হলো মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ০১৭। নিহত ২৮৩ জন যাত্রী এবং ১৫ জন বিমানকর্মী।
24) ২৩.০৭.২০১৪. এবার বিমান দুর্ঘটনা তাইওয়ানে। বিমানবন্দরে অবতরণ করার সময় শহরের জনবহুল এলাকায় আছড়ে পড়ল ট্র্যান্স এশিয়া এয়ারওয়েজের ফ্লাইট ২২২ যাত্রীবিমান। মারা গেলেন ৪৪ জন।
25) ২৪.০৭.২০১৪. চব্বিশ ঘণ্টা পেরোনোর আগে আবার ধ্বংস হলো বিমান। ১১৬ জন যাত্রী সহ মালি-তে ভেঙে পড়ল এয়ার আলজেরি সংস্থার ৫০১৭ নম্বর উড়ান। মৃত ১১৬ জন আরোহী।
26) আগস্ট সোস্যাল মিডিয়ার প্রচারে মিলল ব্যাপক সাড়া। এনজিও-র পোস্টের জেরে বিশ্বজুড়ে শুরু হলো আইস বাকেট চ্যালেঞ্জ, সামিল দুনিয়ার সব ক্ষেত্রের বিশিষ্টরা। প্রচার অভিযানে সংগ্হ হলো ১০০ কোটি ডলারের বেশি অর্থ।
27) সেপ্টেম্বর ০৭.০৯.২০১৪. পৃথিবীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল বিশাল উল্কাপিণ্ড। নীল গ্রহ থেকে মাত্র ৩৯,৯০০ কিলোমিটার দূরত্বে অ্যাস্টেরয়েড ২০১৪-এর উড়ান ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা।
28) ১১.০৭.২০১৪. প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে হত্যা র অভিযোগ থেকে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াস। ইচ্ছাকৃত খুনের মামলা থেকে তাকে অব্যাহতি দিল সে দেশের সুপ্রিম কোর্ট।
29) ১৮.০৭.২০১৪. বৃটিশ যুক্তরাজ্য ছেড়ে কি বেরোবে স্কটল্যান্ড? জন্ম নেবে কি স্বাধীন রাষ্ট্র? যাবতীয় সওয়ালের জবাব দিয়ে গণভোটের মাধ্যমে বৃটিশ আধিপত্যেই সায় দিলেন স্কটিশ হাইল্যান্ডবাসী।
30) ২৯.০৭.২০১৪. আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আশরাফ ঘানি।
31) অক্টোবর ০৩.১০.২০১৪. হ্যাকারদের শ্যেনদৃষ্টিতে এবার বৃটিশ অর্থনৈতিক প্রতিষ্ঠান। সাইবার দুর্বৃত্তদের হানায় সঙ্কটে জে পি মর্গ্যান-সহ ৯টি সংস্থার মোট ৮৩০ কোটি অ্যাকাউন্ট। বহু কষ্টে সামাল দেওয়া হলো বিপর্যয়ের।
32) ০৬.১০.২০১৪. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন ও’কিফ, মে-ব্রিট মোজার এবং এডওয়ার্ড মোজার।
33) ০৭.১০.২০১৪. নীলবর্ণের এলইডি আলো আবিষ্কারের সুবাদে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন জাপানি বিজ্ঞানী। ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং শুজি নাকামুরাকে সংবর্ধিত করল নোবেল কমিটি।
34) ০৯.১০.২০১৪. সাহিত্যে নোবেল জয় করলেন ফরাসি ঔপন্যাসিক প্যাট্রিক মোদিয়ানো। উল্লেখ্য, এর আগে স্বদেশের তিনটি এবং অস্ট্রিয়ার স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি।
35) ১০.১০.২০১৪. নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ভারতের সমাজকর্মী কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই।
36) ২১.১০.২০১৪. অনিচ্ছাকৃত হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হলো দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াসের। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
37) নভেম্বর ০৩.১১.২০১৪. পরিবেশ বিজ্ঞানীদের সতর্কতার ভিত্তিতে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন রুখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
38) ০৪.১১.২০১৪. সন্ত্রাসবাদী আক্রমণে ধ্বংস হওয়ার প্রায় ১৩ বছর পর আবার মাথা তুলল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ম্যানহাটনে খুলে দেওয়া হলো ১০৪ তলা নব নির্মিত ভবনের দরজা।
39) ০৯.১১.২০১৪. ফের জেগে উঠল উপসাগরীয় যুদ্ধের স্মৃতি। উত্তর ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেটপন্থী জঙ্গি বাহিনীর বিরুদ্ধে শুরু হলো মার্কিন বিমানবাহিনীর হানা।
40) ০৯.১১.২০১৪. বার্লিন প্রাচীর ভাঙার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হলো মাসব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।
41) ১৫.১১.২০১৪. অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুরু হলো জি-২০ বৈঠক। অর্থনৈতিক উন্নয়নকে নিশানা করে আলোচনায় বসলেন বিশ্ব নেতৃত্ব।
42) ২৪.১১.২০১৪. আমেরিকার ক্লিভল্যান্ডে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর গুলিতে নিহত ১২ বছরের কৃষ্ণাঙ্গ কিশোর। খেলনা বন্দুক হাতে থাকার জন্যই তাকে গুলি করা হয় বলে জানায় ওই পুলিশকর্মী।
43) ২৫.১১.২০১৪. ক্লিভল্যান্ড কাণ্ডে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তীব্র বিক্ষোভের জন্ম দিল মিসৌরি আদালতের গ্র্যান্ড জুরি। আমেরিকার বিভিন্ন প্রান্তে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ, হিংসা। কড়া হাতে বিক্ষোভ দমন করল হোয়াইটহাউস।
44) ডিসেম্বর ০২.১২.২০১৪. হংকংয়ে গণতন্ত্রকামী বিক্ষুব্ধদের সঙ্গে তীব্র সংঘাতে প্রশাসন। সরকারি সদর দপ্তর ঘেরাও করতে গেলে প্রতিবাদী জনতার উপর তীব্র আক্রমণ হানে পুলিশবাহিনী। জখম বহু ছাত্র-ছাত্রী।
45) ১২.১২.২০১৪. হংকংয়ে গ্রেপ্তার করা হলো ২০০ জনের বেশি গণতন্ত্রকামী বিক্ষুব্ধকে।
46) ১৩.১২.২০১৪. আমেরিকায় পুলিশের গুলিতে নিরপরাধ কৃষ্ণাঙ্গ নাগরিকদের মৃত্যুর প্রতিবাদে রাজধানী ওয়াশিংটন ডিসি-তে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করলেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামল পুলিশ। দুনিয়ার দরবারে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে শুরু সমালোচনা।
47) ১৬.১২.২০১৪. পেশোয়ারের স্কুলে হানা দিল তালিবানি আত্মঘাতী জঙ্গিরা। ঠাণ্ডা মাথায় খুন করা হলো ৮ থেকে ১৮ বছর বয়সী ১৩২ জন পড়ুয়া এবং ১৩ জন কর্মীকে। গুরুতর জখম হলেও প্রাণরক্ষা ১৩২ জনের। পাকিস্তানি কম্যান্ডো বাহিনীর পাল্টা আক্রমমে নিহত ৭ সন্ত্রাসবাদী। দুনিয়াজুড়ে শোকের আবহ। জঙ্গি নিকেষের হুমকি পাক প্রশাসনের। জঙ্গিদের মুলতুবি রাখা ফাঁসির আদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ইসলামাবাদ।
48) ১৭.১২.২০১৪. চিরশত্রু কিউবার দিকে বন্ধুত্বের হাত বাড়াল ওয়াশিংটন। দুই দেশের এযাবত রুদ্ধ বাণিজ্য সম্পর্ক চালু করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার।
49) ১৮.১২.২০১৪. সন্ত্রাসের আবহের মাঝে লস্কর নেতা জাকিউর রহমান লখভি-র জামিন মঞ্জুর করল পাক আদালত। ভারত-সহ বিশ্বের তাবড় রাষ্ট্রের সমালোচনায় ইসলামাবাদ। শেষ পর্যন্ত অবশ্য আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় স্থগিত মুক্তি। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত পাক প্রশাসনের।
50) ১৯.১২.২০১৪. মৃত মায়ের গর্ভে তিন মাস পরে জন্ম নিল সন্তান! মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ইতালির মিলানে হাসপাতালে এক মহিলা ভর্তি হওয়ার পর ক্রমে অবনতি হতে থাকে শারীরিক অবস্থা। ৬ মাস পর তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। কিন্তু গর্ভাবতী থাকায় কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়। তিন মাস পর মৃতার গর্ভ জন্ম দেয় সুস্থ সন্তানের।

No comments:

Post a Comment

Ad

Popular Posts