ad

Saturday, March 8, 2014

হাত ছুঁয়ে খোঁজে পাওয়া - ______ ইমরান নীল

হাত ছুঁয়ে খোঁজে পাওয়া - 
______
ইমরান নীল 

ভালোবেসে হাত বাড়িয়ে ছিলাম আমি 
তোমার দীর্ঘশ্বাস আর রং মাখা তীব্র বেদনার 
যে কষ্ট ছিল উড়িয়ে দিবো নীল মেঘের ডানায়  
অন্ধকার আলোর মিশ্রণ 
আকাশ পথে সবুজ ওড়না উড়িয়ে দিবো, 
আমি তো হাত বাড়িয়ে ছিলাম  

দুঃখ নামে তোমার যে ঝিল ছিল 
ছিল একটা স্বপ্ন পুড়ানোর বিরাট শ্মশান তোমার 
আমি যে রঙ্গিন ভবিষ্যতের হাত বাড়িয়ে ছিলাম , 
শত বছরের অন্ধকারাচ্ছন্ন তোমার চারপাশে 
এক জোনাকির আলো হয়ে ছিলাম  
অনর্গল বলে যাওয়া যে কথা গুলো 
আজ টুটি তে স্তব্ধ , 
আমি যে শোনতে চেয়েই হাত বাড়িয়ে ছিলাম , 

তোমার হৃদ গহিনে সাদা কাশবনে যে লাল আগুন ছিল 
ছিল যন্ত্রণার সমুদ্রের পাড় ভাঙ্গা ঢেউ  
বিষণ্ণ মনে লুকায়িত তৃপ্ততার যে মুখ লুকানো রোদন ছিল , 
ছিল পিয়াসী চাহিদার অপ্রাপ্তির ছুঁয়া  
আলোহীন পথে তোমার হারানো পৃথিবী ছিল 
আমি ফিরিয়ে দিবো সহস্র উল্লাস , 
অপূর্ণতার আর অবহেলিত থেকে যাওয়া 
স্বপ্নের প্রাণ দিবো বলেই তো আমি হাত বাড়িয়ে ছিলাম

No comments:

Post a Comment

Ad

Popular Posts