ad

Sunday, December 8, 2013

কথোপকথন(নন্দিনীর চিঠি শুভঙ্করকে)


থোপকথন (নন্দিনীর চিঠি শুভঙ্করকে)
 পূর্ণেন্দু পত্রী

 তোমার থেকে ফিরে
 আর মেলাতে পারি না ঘর-সংসার
 সেকেলে গ্রামোফোনে পিন আটকানো রেকর্ড
 ঘুরছি ফিরছি হাসছি হাঁটছি
 বেতালা ঘ্যাসঘ্যাস

 তোমার ঝাঁকড়া চুলের আকাশ থেকে সরে এলেই
 গ্রীলে আঁটা খুপরি
 গুটাতে গিয়ে লম্বা ডানার পালকগুলো ছিঁড়ে তছনছ
 মুঠোয় ভরে দাও যে সব স্বপ্নের বীজ
 টিভি- সামনে উপুড় মাসি-পিসির সমান্তরালে হাসতে গিয়ে
 পাপোষের ধুলোয় লোপাট

 যতক্ষণ তোমার কাছে,
 ততক্ষণই পালতোলা সপ্তডিঙার বহর
 ফিরে এলেই কাগজের নৌকা,
 ফিরে এলেই ২৯২ এর বি বৈকুন্ঠ বাগচী লেনের ভাড়াটে বাড়ির
 মেজ মেয়ে

প্রিয় মানুষগুলোকে দেওয়ার জন্য


প্রিয় মানুষগুলোকে দেওয়ার জন্য
 সবচেয়ে ভালো উপহার কি জানেন?

 সেটা হল " সময় "
 এই উপহারের অর্থ হচ্ছে
 আপনি সেই মানুষটিকে নিজের জীবনের একটা অংশ
 দিয়ে দিলেন,,
 যা আর কখনো ফেরত নেওয়া কিংবা ফেরত
 দেওয়া সম্ভব না
 এর চেয়ে সুন্দর উপহার কি আর কিছু হতে পারে !

হারিয়ে যাওয়া মানুষ


 হারিয়ে যাওয়া মানুষ
 ফিরে আসলে সে আর
 আগের মত
 থাকে না, কেমন
 জানি অচেনা অজানা
 সবই হয়তো ঠিক
 থাকে কিন্তু
 কি যেন নাই…… কি যেন
 নাই

মানুষ যখন


 মানুষ যখন
 রাগান্বিত অবস্থায়,
 তখন
 তাকে কোনভাবে
 বিরক্ত করা উচিত
 নয়কেননা তা থেকে চরম
 ভুল
 বোঝাবুঝি সৃষ্টি
 হতে পারে |

কাউকে ভুলে থাকার জন্য সব


কাউকে ভুলে থাকার জন্য সব
 থেকে বড় ১টা উপায়
 হচ্ছে নিজেকে কাজের
 মাধ্যমে ব্যস্ত রাখা, কিন্তু
 সত্যি কি নিজেকে ব্যস্ত
 রাখলে প্রিয়
 মানুষটাকে ভূলে থাকে যায়..?
 ১টা মানুষের কিছু মুহূর্ত, কিছু
 সময় থাকে যখন তার প্রিয়
 মানুষটার কথা মনে পড়বেই,
 কিছুতেই
 তাকে ভূলে থাকতে পারবে না
 ....নাকি ভুল বললাম?

যখন ভালোবাসার মানুষটি দূরে


যখন ভালোবাসার মানুষটি দূরে কোথা
 কয়েকটা দিনের জন্য চলে যায়,
 এবং
 যাওয়ার আগে বলে যায়, " আমি খুব তাড়া -
 তাড়ি ফিরে আসবো
 একটু চিন্তা করো না, নিজের খেয়াল রেখো । "
 তারপর জড়িয়ে ধরে যখন বলবে, " I Love you "
 বিশ্বাস করুন পৃথিবীটা আপনার
 কাছে একটা স্বর্গ মনে হবে
 শুধু এই একটি কথা বার বার শোনার জন্য
 হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে হবে....

ভালোবাসা মানে কি সারাটা দিন শুধু তার.......


ভালোবাসা মানে কি সারাটা দিন শুধু তার
 কথা ভাবা..??..
 নাকি সবার মাঝে থেকেও তার অনপুস্থিতায়
 নিজেকে একা ভাবা..
 ভালোবাসা মানে কি শুধু মুখে বার বার তোমায়
 ভালোবাসি বলা??..
 নাকি শুধু একটিবার মন থেকে বলা তোমায়
 সেরে কখনও যাব না..
 ভালোবাসা মানে কি শুধু তোমার হাতে হাত
 রেখে কিছুটা পথ চলা..??
 নাকি একবার ধরা হাতটি কখনও ছাড়বো না তার
 অঙ্গিকার করা..
 ভালোবাসা হলো একটি অনুভূতি..
 অন্য সবার মাঝ
 থেকে আলাদা হয়ে কাউকে নিয়ে গড়ে তোলা এক নতুন
 পৃথিবী..
 একটু খানি হাসি আর কখনো একটু দুঃখ নিয়ে..
 গুটি গুটি পায়ে পরস্পরের সাথে জীবনের শেষ
 পর্যন্ত চলা..

কতদিন সন্ধ্যার অন্ধকার


কতদিন সন্ধ্যার অন্ধকারে
 --- জীবনানন্দ দাশ

 কতদিন সন্ধ্যার
 অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে;
 আকাশ প্রদীপ জ্বেলে তখন কাহারা যেন
 কার্তিকের মাস সাজায়েছে, — মাঠ থেকে গাজন গানের
 স্নান ধোঁয়াটে উচ্ছ্বাস
 ভেসে আসে;
 ডানা তুলে সাপমাসী উড়ে যায় আপনার মনে
 আকন্দ বনের দিকে; একদল দাঁড়কাক ম্লান গুঞ্জরণে
 নাটার মতন রাঙা মেঘ
 নিঙড়ায়ে নিয়ে সন্ধ্যার আকাশ
 দুমুহূর্ত ভরে রাখে তারপর মৌরির গন্ধমাখা ঘাস
 পড়ে থাক: লক্ষ্মীপেঁচা ডাল
 থেকে ডালে শুধু উড়ে চলে বনে

 আধো ফোটা জ্যোৎস্নায়; তখন ঘাসের পাশে কতদিন তুমি
 হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিঙ্গার পাখনার মতো
 বসেছ আমার কাছে এইখানে
 আসিয়াছে শটিবন চুমি
 গভীর আঁধার আরো
 দেখিয়াছি বাদুড়ের মৃদু অবিরত
 আসা
 যাওয়া আমরা দুজনে বসে বলিয়াছি ছেঁড়াফাঁড়া কত
 মাঠ চাঁদের কথা: ম্লান চোখে একদিন
 সব শুনেছ তো

জীবনে এমন কিছু মুহূর্ত আসবে..........


জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন চারপাশ ফাকা মনে হবে, কাছের মানুষদের দূরে সড়ে যেতে দেখবে, তোমাকে অবজ্ঞা করতে শুরু করবে, হয়তো হাসি ঠাট্টাও করবে তোমার ব্যার্থতা নিয়ে হাসির পাত্রে পরিণত হবে তুমি, অসহায় লাগবে নিজেকে
 সেই সময়েই নিজের উপর সাহস রেখো মনে রাখবে, শুধু "তুমিই" তোমার জন্যে যথেষ্ট ।। তাদের সাথেই হাসিতে যোগ দাও, একটু প্রানবন্ত করে তোল নিজেকে এক সময় তোমার হাসিই তাদের বুকে শেল হয়ে বিধবে।।

খুব জানতে ইচ্ছে করছে, ..............


 খুব জানতে ইচ্ছে করছে, তুমি কি এখনও ছোট্ট অভিমানে কান্না করো? এখনও কি তুমি মাঝ-রাতে বারান্দায় দাড়িয়ে আকাশ দেখো? আনমনে হয়ে যাও আমার কথা ভেবে? এখনও কি চাঁদের গা ছুঁয়ে আসা জোছনায় নিজেকে ভাসিয়ে দাও? জানি না তুমি কেমন আছো? তোমার অভিমানগুলো কে ভাঙিয়ে দেয় এখন?
 তবে জানো, আমি এখনও আকাশ দেখি সেই আগের মতই; আমার কাছে আকাশটা তেমনই আছে শুধু তুমি নেই আমার পাশে তবু তোমাকে আমি অনুভব করি আমার সুখের প্রতিটি লগ্নে, দুঃখের প্রতিটি মুহূর্তে.... আমার অনুভবে তুমি মিশে ছিলে, আছো এবং থাকবে চিরদিন....

Ad

Popular Posts