ad

Sunday, December 8, 2013

যখন ভালোবাসার মানুষটি দূরে


যখন ভালোবাসার মানুষটি দূরে কোথা
 কয়েকটা দিনের জন্য চলে যায়,
 এবং
 যাওয়ার আগে বলে যায়, " আমি খুব তাড়া -
 তাড়ি ফিরে আসবো
 একটু চিন্তা করো না, নিজের খেয়াল রেখো । "
 তারপর জড়িয়ে ধরে যখন বলবে, " I Love you "
 বিশ্বাস করুন পৃথিবীটা আপনার
 কাছে একটা স্বর্গ মনে হবে
 শুধু এই একটি কথা বার বার শোনার জন্য
 হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে হবে....

No comments:

Post a Comment

Ad

Popular Posts