ad

Sunday, December 8, 2013

ভালোবাসা মানে কি সারাটা দিন শুধু তার.......


ভালোবাসা মানে কি সারাটা দিন শুধু তার
 কথা ভাবা..??..
 নাকি সবার মাঝে থেকেও তার অনপুস্থিতায়
 নিজেকে একা ভাবা..
 ভালোবাসা মানে কি শুধু মুখে বার বার তোমায়
 ভালোবাসি বলা??..
 নাকি শুধু একটিবার মন থেকে বলা তোমায়
 সেরে কখনও যাব না..
 ভালোবাসা মানে কি শুধু তোমার হাতে হাত
 রেখে কিছুটা পথ চলা..??
 নাকি একবার ধরা হাতটি কখনও ছাড়বো না তার
 অঙ্গিকার করা..
 ভালোবাসা হলো একটি অনুভূতি..
 অন্য সবার মাঝ
 থেকে আলাদা হয়ে কাউকে নিয়ে গড়ে তোলা এক নতুন
 পৃথিবী..
 একটু খানি হাসি আর কখনো একটু দুঃখ নিয়ে..
 গুটি গুটি পায়ে পরস্পরের সাথে জীবনের শেষ
 পর্যন্ত চলা..

No comments:

Post a Comment

Ad

Popular Posts