জীবনে
এমন কিছু মুহূর্ত আসবে
যখন চারপাশ ফাকা মনে
হবে, কাছের মানুষদের দূরে
সড়ে যেতে দেখবে, তোমাকে
অবজ্ঞা করতে শুরু করবে,
হয়তো হাসি ঠাট্টাও করবে
তোমার ব্যার্থতা নিয়ে। হাসির
পাত্রে পরিণত হবে তুমি,
অসহায় লাগবে নিজেকে।
সেই সময়েই নিজের
উপর সাহস রেখো।
মনে রাখবে, শুধু "তুমিই"
তোমার জন্যে যথেষ্ট ।।
তাদের সাথেই হাসিতে যোগ
দাও, একটু প্রানবন্ত করে
তোল নিজেকে। এক
সময় তোমার হাসিই তাদের
বুকে শেল হয়ে বিধবে।।
No comments:
Post a Comment