খুব জানতে ইচ্ছে
করছে, তুমি কি এখনও
ছোট্ট অভিমানে কান্না করো? এখনও
কি তুমি মাঝ-রাতে
বারান্দায় দাড়িয়ে আকাশ দেখো? আনমনে
হয়ে যাও আমার কথা
ভেবে? এখনও কি চাঁদের
গা ছুঁয়ে আসা জোছনায়
নিজেকে ভাসিয়ে দাও? জানি
না তুমি কেমন আছো?
তোমার অভিমানগুলো কে ভাঙিয়ে দেয়
এখন?
তবে জানো, আমি
এখনও আকাশ দেখি সেই
আগের মতই; আমার কাছে
আকাশটা তেমনই আছে।
শুধু তুমি নেই আমার
পাশে। তবু
তোমাকে আমি অনুভব করি
আমার সুখের প্রতিটি লগ্নে,
দুঃখের প্রতিটি মুহূর্তে....। আমার
অনুভবে তুমি মিশে ছিলে,
আছো এবং থাকবে চিরদিন....।
No comments:
Post a Comment