Set -1
১.
যে সব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের কি বলে?
উঃ স্কেলার
রাশি।
২.
যে সব রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের কি বলে?
উঃ ভেক্টর রাশি।
উঃ ভেক্টর রাশি।
৩.
প্লাস্টিক
শিল্পে ব্যবহৃত PVS শব্দটির অর্থ কি?
উঃ পলিভিনাইল ক্লোরাইড।
উঃ পলিভিনাইল ক্লোরাইড।
৪.
রান্নার
গ্যাস সিলিন্ডারে কি কি গ্যাস থাকে?
উঃ বিউটেন ও প্রপেন।
উঃ বিউটেন ও প্রপেন।
৫
.রসায়নের
বিচারে হীরক কি ?
উঃ বিশুদ্ধ কার্বন।
উঃ বিশুদ্ধ কার্বন।
৬.
Dry Ice কাকে
বলে?
উঃ শুস্ক কার্বন ডাই অক্সাইড কে।
উঃ শুস্ক কার্বন ডাই অক্সাইড কে।
৭.
সাধারণত
বিশুদ্ধ
লোহার রং কি হয়?
উঃ ধূসর সাদা।
উঃ ধূসর সাদা।
৮.
জীবাণুনাশক
ফিনাইলের
রাসায়নিক
নাম
কি?
উঃ হাইড্রক্সি টলুইন।
উঃ হাইড্রক্সি টলুইন।
৯.
পিঁপড়ে কামড়ালে জ্বলে কেন?
উঃ ফরমিক অ্যাসিডের জন্য।
উঃ ফরমিক অ্যাসিডের জন্য।
১০.
রসায়নাগারে
প্রস্তুত
প্রথম জৈব যৌগের নাম কি?
উঃ ইউরিয়া।
উঃ ইউরিয়া।
১১.
গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি?
উঃ অনালকিত অংশ।
উঃ অনালকিত অংশ।
১২.
কোন বিজ্ঞানী অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন?
উঃ গ্যাব্রিয়েল ফারেনহাইট।
উঃ গ্যাব্রিয়েল ফারেনহাইট।
১৩.
ক্যান্ডেলা
কিসের একক?
উঃ আলোর দীপ্তির।
উঃ আলোর দীপ্তির।
১৪.
ভার কি রাশি?
উঃ ভেক্টর রাশি।
উঃ ভেক্টর রাশি।
১৫.
শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উঃ শূন্য।
উঃ শূন্য।
১৬.
LASSER এর
পুরো নাম কি?
উঃ। Light Amplification by Stimulated Emission of Radiation.
উঃ। Light Amplification by Stimulated Emission of Radiation.
১৭.
যে উদ্ভিদের সাধারণ নাম 'ক্লাব মস ' তা আসলে কি?
উঃ সেলাজিনেল্লা।
উঃ সেলাজিনেল্লা।
১৮.
শব্দের তীব্রতার স্তরের নাম কি?
উঃ বেল।
উঃ বেল।
১৯.
ক্যালিডোস্কোপে কটি সমতল দর্পন থাকে?
উঃ তিনটি।
উঃ তিনটি।
২০.
দাড়ি কামানোর জন্য কোন ধরণের দর্পন ব্যবহার করা হয়?
উঃ অবতল দর্পন।
উঃ অবতল দর্পন।
২১.
টেলিস্কোপে
কি ধরণের দর্পন ব্যবহৃত হয়?
উঃ অবতল দর্পন।
উঃ অবতল দর্পন।
২২.
ভূপৃষ্ট
থেকে
6000 কিমি
উচ্চতায়
কোনো বস্তুর ওজন কত হবে?
উঃ এক চতুর্থাংশ।
উঃ এক চতুর্থাংশ।
২৩.
'g' এর
মান কোথায় সর্বাধিক হয়?
উঃ পৃথিবীর মেরুতে।
উঃ পৃথিবীর মেরুতে।
২৪.
মাধ্যাকর্ষণ
বল সবচেয়ে কম কোথায়?
উঃ বিষুব রেখা বা নিরক্ষ রেখায়।
উঃ বিষুব রেখা বা নিরক্ষ রেখায়।
২৫.
একটি ভর শূন্য রবারের বেলুনে যদি 100 গ্রাম জল থাকে তবে তার ওজন কত হবে?
উঃ শূন্য।
উঃ শূন্য।
No comments:
Post a Comment