সত্যিকারের ভালোবাসা
যদি
তোমাকে হারানো
হয়ে থাকে
তবে ঘৃণা
করি সেই
ভালোবাসা কে
সত্যিকারের ভালোবাসা
যদি
স্বপ্ন ভাঙ্গা
হয়ে থাকে
তবেও ঘৃণা
করি আমি
সেই ভালোবাসা
কে
আমি ঘৃণা
করি ভালোবাসা
কে
তবুও জানি
না কেন
যে আজো
তোমায় এত
ভালোবাসি...................:
No comments:
Post a Comment