কিছু না বলা কথা
ছিলো বলবো বলে আজও
বলা হলো না!.
কিছু সাদৃশ্য স্বপ্ন
এখনো অপূর্ণ, আজও পূর্ণ
হলো না!.
কিছু চাওয়া অন্ধ
আবেগের,
একান্তই রয়ে গেল অচেনা!.
কিছু পাওয়া অপ্রত্যাশিত
কল্পনার
কার্নিশে যার নেই নাম
ঠিকানা!.
কিছু সুখ মেঘালয়ে
বাষ্প
হয়ে ভেসে বেড়ায়,
ছোঁয়া যায়
না!.
কিছু বিবর্ণ অতীত
স্মৃতি যা একাকীত্বে
শুধুই বাড়ায়
বেদনা!.
কিছু কিছু ভুলের
মাশুলে আজো . .
No comments:
Post a Comment