ad

Sunday, March 30, 2014

"মৃত্যুদন্ড"............

"মৃত্যুদন্ড"
__ শামসুর রাহমান

বেকসুর আমি তবু আমাকেই মৃত্যুদন্ড দিলে!
কী করে তোমার কাছে অপরাধী, এখনও জানি না;
কস্মিনকালেও আমি শত্রুতা সাধিনি, শুধু বীনা,
অলৌকিক, প্রেমময়, বাজিয়েছি। সেই সুরে ছিলে
মিশে তুমি বসন্তের পাতার গভীরে, শান্ত ঝিলে,
শস্যক্ষেতে নীলিমায়। এই কি আমার অপরাধ?
আমার সর্বস্ব দিয়ে রাত্রিদিন একটি নিখাদ
প্রেমস্বপ্ন গড়ি, তা-ও ভেঙ্গে যায় কী কর্কশ ঢিলে।

আমাকে পাঠালে নির্বাসনে, দিলে দন্ড ভয়ংকর।
তোমার সান্নিধ্য থেকে, অমন দৃষ্টির থেকে দূরে,
বহুদুরে চকিতে সরিয়ে দিলে- এই শাস্তি, বলো,
মৃতের চেয়েও বেশি, ঢের বেশি নয় কি কঠোর?
তুমি কি দেখতে চাও সর্বদা আমার ছলছল চোখ?
চাও আমার হৃদয় খাক কীট কুরে-কুরে?

ক্রাইমিয়া নিয়ে পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের

ক্রাইমিয়া নিয়ে পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের

সংবাদ সংস্থা • মস্কো

ইউক্রেন সীমান্তে রুশ সেনার জমায়েত নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সেনা সরানোর জন্য চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্রাইমিয়া-সমস্যা মেটাতে আমেরিকার আনা কূটনৈতিক প্রস্তাব নিয়েও কথা বলেন দুই রাষ্ট্রনেতা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রস্তাবে ক্রাইমিয়ার গণভোটকে অবৈধ বলা হয়েছে। স্বাভাবিক ভাবেই তার নিন্দা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচও বলেন, দেশের প্রতিটি অঞ্চলেই এখন গণভোটের মাধ্যমে ঠিক হওয়া উচিত তারা ইউক্রেনের সঙ্গে থাকতে চায় কি না। স্বাভাবিক ভাবেই এ হেন পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে রুশ সেনার ঘাঁটি গাড়ার ঘটনা ইয়ানুকোভিচের জল্পনা আরও উস্কে দিয়েছিল। তবে আজ যখন পুতিনের সঙ্গে ওবামার কথা হয়, খুব একটা বিরোধিতা করেননি রুশ প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সূত্রের খবর, ওবামা পুতিনকে বলেন একমাত্র ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরানোর উপরেও জোর দেন তিনি। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তারা অভিযান চালাবে না।



নিশানা পাক সাংবাদিক

সংবাদ সংস্থা • লাহৌর

পাক-সাংবাদিক ও লেখক রাজা রুমির গাড়ি নিশানা করে হামলা চালাল দুই বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজা মার্কেটের কাছে গার্ডেন টাউনের কাছে ঘটনাটি ঘটেছে। রাজা রুমির কোনও আঘাত না লাগলেও তাঁর গাড়ির চালক মুস্তাফা প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, মোটর সাইকেলে দু’জন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ গুলি চালায় রুমির গাড়ি লক্ষ্য করে। তাতেই তাঁর গাড়ির চালক মুস্তাফা এবং রক্ষক আনোয়ার গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই প্রাণ হারান মুস্তাফা। সম্প্রতি একটি সংবাদপত্র গোষ্ঠীর চ্যানেলে যোগ দিয়েছেন রুমি। ইসলামি মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বরাবরই সরব তিনি। তাঁকে হত্যা করতেই হামলা চালানো হয়েছে বলে ধারণা পুলিশের।



আফগান নির্বাচন কমিশনে জঙ্গি হানা

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন আফগানিস্তানে। তার আগে শনিবার কাবুলের নির্বাচন কমিশনের কার্যালয়ে হামলা চালাল তালিবান। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার আগে অবশ্য শুক্রবারও একটি অতিথিশালায় হামলা চালিয়ে চার জন বিদেশিকে পণবন্দি করে ফেলেছিল পাঁচ তালিবান জঙ্গি। ওই অতিথিশালায় থাকতেন একটি মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। শনিবার আফগান পুলিশ সূত্রে জানানো হয়, জঙ্গিদের মেরে উদ্ধার করা হয়েছে বন্দিদের। দু’টি ঘটনারই দায় স্বীকার করেছে তালিবান। নির্বাচন ভণ্ডুল করতে এমন আরও হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।



কায়রোয় হত ৫

ফের মুরসি সমর্থকদের সঙ্গে সেনার সংঘর্ষ শুরু হয়েছে কায়রোয়। শুক্রবার এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের জুলাই মাসে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এই সংঘর্ষ চলছে। শুক্রবার শতাধিক মুসলিম ব্রাদারহুড সমর্থক কায়রোর রাস্তায় নামেন। তার পরেই শুরু হয় গোলমাল।



দেহ উদ্ধার

বছর উনিশের ভারতীয় বংশোদ্ভূত একটি মেয়ের দেহ উদ্ধার করল ব্রিটিশ পুলিশ। মেয়েটির নাম নিদা নাসির। পুলিশ জানিয়েছে, নিদা ২০১৩ সালের ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। নিউপোর্টের কাছে লিন্টন স্ট্রিটে তিনি থাকতেন। নিদার দিদি শম্যলা জানান, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা করতে চেয়েছিল বোন। কিন্তু ভাল নম্বর পাওয়া সত্ত্বেও স্কলারশিপ পায়নি সে। তাই ওর মধ্যে হতাশা এসে গিয়েছিল। হয়তো তার জন্যই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নিদা।

ভারতের পাঁচ পড়শি দেশও পোলিও.....

ভারতের পাঁচ পড়শি দেশও পোলিও

ভারতকে সম্প্রতি পোলিও-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ বার ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাও পোলিও-মুক্ত বলে ঘোষণা করল তারা। তবে ভারতীয় উপমহাদেশের পাকিস্তান ও আফগানিস্তান এখনও পোলিও-প্রবণ দেশ হিসেবেই থাকল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার পাকিস্তান ও আফগানিস্তান বাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে পোলিও-মুক্ত অঞ্চলের শংসাপত্র দিয়েছে। পোলিও-মুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়াও আছে বাংলাদেশ, ভুটান, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং তাইল্যান্ড। এর ফলে বিশ্বের মোট জনসংখ্যার ৮০ শতাংশই পোলিও-মুক্ত হল। হু সূত্রের খবর, ১৯৯৪ সালে প্রথম আমেরিকাকে পোলিও-মুক্ত ঘোষণা করা হয়। ২০০০ সালে পোলিও-মুক্তির স্বীকৃতি পায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলি। তার পরে, ২০০২ সালে সম্মিলিত ভাবে ইউরোপিয়ান অঞ্চলের দেশগুলিকে সেই শংসাপত্র দেওয়া হয়। এ বার দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশই পোলিও-মুক্ত হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রের খবর, ’৮৮ সালে বিশ্বব্যাপী পোলিও রোগীর সংখ্যা ছিল তিন লক্ষ ৫০ হাজার। সেই সময় ১২৫টি দেশ ছিল পোলিও-প্রবণ। হু-র রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে পোলিও-প্রবণ দেশের তালিকায় রয়েছে মাত্র তিনটি দেশ। সেগুলি হল নাইজিরিয়া, পাকিস্তান আর আফগানিস্তান। ’১৮ সালের মধ্যে তাদেরও পোলিও-মুক্ত দেশের তালিকায় আনতে সচেষ্ট হয়েছে হু।

ওই সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল বলেন, “পোলিওর হানাদারির বিরুদ্ধে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি) ব্যবহার করা প্রয়োজন।” তিনি জানান, ’১৫ সালের শেষ থেকে নাইজিরিয়া, পাকিস্তান আর আফগানিস্তানে এই নতুন ভ্যাকসিন ব্যবহারের সূচনা হবে। তার ফলে ’১৮ সালের মধ্যে ওই তিনটি দেশকেও সম্পূর্ণ ভাবে পোলিও-মুক্ত করা যাবে বলে আশা করছেন তাঁরা।

Sunday, March 9, 2014

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ................


1.   পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো,কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে, যদি আমি
জানতে পারি, আমার কারণেই একজনের
মুখে হাসি ফুটে উঠেছে 

-
আনিসুল হক

তোমার নাম লিখতে লিখতে -নির্মলেন্দু গুণ


1.   তোমার নাম লিখতে লিখতে
-
নির্মলেন্দু গুণ

পর্যন্ত তেত্রিশ কোটি বার তোমার নাম
লিখেছি
তোমার নাম লিখতে লিখতে হাত ক্লান্ত
হয়েছে,
চোখ তবুও ক্লান্ত হয় না দেখতে চায় তোমার
নামের শ্রী,
বানান, ব্যাকরণে এবং সম্মিলিত শব্দের
চেহারায়
যেখানে তিনটি অক্ষরের ক্রমিক আড়াল
ভেঙে বেড়িয়ে আসে
তোমার হারিয়ে যাওয়া মুখ, গৌরচিক্কন
কন্ঠনালী, কোঁকড়ানো
চুলের এলানো খোঁপায়
জড়ানো একটুকরো লাল ফিতে
কালো চশমার স্বপ্ন ঢাকা চোখ,
কিংবা শৈশবে হোঁচট খাওয়া
ঠোঁটের আদুরে দাগে সুন্দরের অনাবিস্কৃত
শোভা

তারপর সমস্ত শরীর
ফেলে সোজা নেমে আসে তোমার
পায়ের তলায়, পদপ্রান্তে,
যেখানে অজান্তে ঘুমে একদিন আমি
হাত বুলিয়েছিলাম, অর্থাৎ যা কিছু তোমার,
তার দৃষ্টিগ্রাহ্য প্রায় সবাই
আমি দেখি তোমার নামের মধ্যে, যে নাম
লিখতে লিখতে
হাত ক্লান্ত হয়, জীবন প্রার্থনা করে মুক্তির,
অথচ চোখ ক্লান্ত হয় না

Ad

Popular Posts