ad

Thursday, October 3, 2013


পুরানো সেই দিনের......
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

  সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

 আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

 মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

 মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--

 বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়

 হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--

 আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়


 রাগ: মিশ্র ভূপালী-বিলাতি ভাঙা
 তাল: একতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1291
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--


¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের পারে--

 আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে

 বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী--

 এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে

 তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

 বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে

 কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি

 আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে

 রাগ: ইমন
 তাল: ত্রিতাল
 রচনাকাল (বঙ্গাব্দ): 1320
 রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
 রচনাস্থান: শান্তিনিকেতন
 স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

"ভালোবাসা মোরে ভিখারি করেছে" ___কাজী নজরুল ইসলাম


"ভালোবাসা মোরে ভিখারি করেছে"
 ___কাজী নজরুল ইসলাম

 ভালোবাসা মোরে ভিখারি করেছে
 তোমারে করেছে রাণী
 তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
 ফেলে দেওয়া মালাখানি,
 নয়নের জলে যে কথা জানাই
 সে ব্যথা আমার কেহ বোঝে নাই
 মেঘের মরমে যে মিনতি কাঁদে
 চাঁদ বুঝিবে না জানি;
 ভালোবাসা মোরে ভিখারি করেছে
 তোমারে করেছে রাণী
 মাধবীলতা গো আজ তুমি
 আছ ফুলের স্বপন সুখে
 একদিন যবে ফুল ঝরে যাবে
 লুটাবে ধূলির বুকে
 খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়,
 কখনো হাসায় কখনো কাঁদায়
 মুক হয়ে যায় কারও মুখরতা,
 কারও মুখে জাগে বাণী
 ভালোবাসা মোরে ভিখারি করেছে
 তোমারে করেছে রাণী

Wednesday, October 2, 2013

আজকে তোমার জন্মদিন....

আজকে তোমার জন্মদিন. হৃদয় এর সব টুকু ভালবাসা দিয়ে তোমায় জানাই শুভেচ্চা. তোমাকে দেবার মতও কিছু খুঁজে পাইনি. পৃতিবীতে যা পাই তা উপহার হিসাবে অনেক নগণ্য মনে হলো. যদি পারতাম রক্তিম সূর্য দিয়ে তোমার কপালে টিপ দিতাম. রাতের এক মোটু জোস্নার আলো দিয়ে তোমায় সাজাতাম. রাতের মায়া মাখা চাদ দিয়ে মালা পড়াতাম. পৃতিবীর সমস্ত সুখ তোমার হাতে তোলে দিতাম. আমি চাই বিধাতা যেন তোমায় চিরো সুখী করে. এই একটি দিন তোমার জীবনে বারবার ফিরে আসুক.
দীর্ঘ জীবী হও !!!

আজকে তোমার জন্মদিন....

আজকে তোমার জন্মদিন. হৃদয় এর সব টুকু ভালবাসা দিয়ে তোমায় জানাই শুভেচ্চা. তোমাকে দেবার মতও কিছু খুঁজে পাইনি. পৃতিবীতে যা পাই তা উপহার হিসাবে অনেক নগণ্য মনে হলো. যদি পারতাম রক্তিম সূর্য দিয়ে তোমার কপালে টিপ দিতাম. রাতের এক মোটু জোস্নার আলো দিয়ে তোমায় সাজাতাম. রাতের মায়া মাখা চাদ দিয়ে মালা পড়াতাম. পৃতিবীর সমস্ত সুখ তোমার হাতে তোলে দিতাম. আমি চাই বিধাতা যেন তোমায় চিরো সুখী করে. এই একটি দিন তোমার জীবনে বারবার ফিরে আসুক.
দীর্ঘ জীবী হও !!!

Ad

Popular Posts